Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলী

ইউনিয়র পরিষদের কার্যক্রমঃ

ইউনিয়ন পরিষদ ১০টি বাধ্যতামূলক কাজ করেন এবং ৩৮টি ঐচ্ছিক কাজ করেন।

সার্ভিস চার্টার বা সেবা প্রদান করে থাকেন।

নিম্ন বর্ণিত সার্ভিস বা সেবা প্রদান করে থাকেনঃ-

১)     ভিজিডি খাদ্য শস্য প্রদান : ২৬৬ জন।

২)    বয়স্ক ভাতা বিতরন : ৩৪৯ জন।

৩)    বিধবা অথবা স্বামী পরিত্যাক্তা ভাতা বিরতন : ২৩২ জন।

৪)     প্রতিবন্ধী ভাতা প্রদান : ৪২ জন।

৫)    মাতৃত্বকালীন ভাতা : ১৮ জন।

৬)    মুক্তিযোদ্ধা ভাতা :

৭)     নাগরিকত্ব সনদপত্র ও পরিচয় পত্র প্রদান।

৮)    জন্ম মৃত্যু সনদ পত্র প্রদান ।

৯)     জন্ম নিবন্ধন করণ ও সনদ প্রদান।

১০) বিভিন্ন প্রত্যয়ন পত্র প্রদান।

১১) ওয়ারিশান সনদ পত্র প্রদান।

১২)  ট্রেড লাইসেন্স ।

১৩)                         শালিশী ব্যবস্থা করণ।

১৪) রাসত্মাঘাট, পুল কালভার্ট নির্মান ও মেরামত।

১৫)পানি সরবরাহ ও পানি নিস্কাশন।

১৬)সরকারী হাট- বাজারের উন্নয়ন প্রকল্প রক্ষনা-বেক্ষন করা।

১৭) সরকারের নির্দেশ অনুযায়ী ভিজিএফ ত্রাণ সামগ্রী বিতরণ।

১৮) আগুনে বাড়ী পুরা পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী ও অনুদান বিতরন।

১৯) বর্ষা বন্যার সময় জনগনের মধ্যে ত্রাণ বিতরন ।

২০) বৃক্ষ রোপন ।

২১) বিভিন্ন কর, রেট টোল ফি আদায়।

২২) শিক্ষা সংস্কৃতি ব্যবস্থা করণ ।

২৩) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গোরসত্মান, ক্লাব, মন্দির, মাদ্রাসায় উন্নয়ন প্রকল্প গ্রহণ।